Sambad Samakal

Parliament: সংসদে কোনও শব্দ প্রয়োগেই বাধা নেই, চাপের মুখে পিছু হটল কেন্দ্র!

Jul 17, 2022 @ 5:45 pm
Parliament: সংসদে কোনও শব্দ প্রয়োগেই বাধা নেই, চাপের মুখে পিছু হটল কেন্দ্র!

আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর তার দিন কয়েক আগেই অ-সংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছিল সংসদের সচিবালয়। এই ইস্যুতে প্রতিবাদী স্বরের কন্ঠরোধের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রবিবার সর্বদলীয় বৈঠকের পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, সংসদে কোনও শব্দ প্রয়োগেই বাধা নেই।

তিনি জানান, অসংসদীয় শব্দের তালিকা তৈরি করা কোনও নতুন বিষয় নয়। ১৯৫৪ সাল থেকেই তা হয়ে আসছে। সংসদীয় পদ্ধতি অনুসরণ করে যে কোনও আলোচনা করতে কেন্দ্র প্রস্তুত। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, অসংসদীয় শব্দের নতুন তালিকা নিয়ে সরকারকে অধিবেশনের শুরুতেই চেপে ধরার পরিকল্পনা ছিল বিরোধিদের। তাই আগেভাগেই এই বিষয়ে সাফাই দিয়ে রাখল কেন্দ্র। যদিও কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রীর এই আশ্বাসে যে চিঁড়ে ভিজবেনা, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে বিরোধী শিবিরও।

Related Articles