নির্বাচনে টিকিট পেতে হলে কোনও নেতার সুপারিশ নয়, লাগবে মানুষের সার্টিফিকেট। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়ার মাপকাঠি বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন,, “আমি আপনাদের কথা দিচ্ছি, যদি কেউ ভাবেন যে, মুখ দেখিয়ে পঞ্চায়েতে টিকিট পাব, বা দাদার জলের বোতল বয়ে দিয়ে পঞ্চায়েতে টিকিট পাব, এর-ওর কাছের লোক হিসাবে পঞ্চায়েতে টিকিট পাব, তাঁরা ভুল ভাবছেন। পঞ্চায়েতের টিকিট পেতে গেলে মানুষের সার্টিফিকেট লাগবে। একমাত্র মানুষের সার্টিফিকেট পেলে তবেই দল তাঁকে টিকিট দেওয়ার কথা ভাববে। কোনও নেতা মন্ত্রীর সুপারিশে এবার আর কেউ টিকিট পাবেন না।” সামনে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, মানুষের সমর্থন নিয়ে যোগ্য মানুষদের বেছে আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হবে।
editor