Sambad Samakal

Durga Puja: পুজো কমিটিগুলোকে অনুদান কেন? আদালতে হলফনামায় জানাতে হবে রাজ্যকে

Aug 29, 2022 @ 1:57 pm
Durga Puja: পুজো কমিটিগুলোকে অনুদান কেন? আদালতে হলফনামায় জানাতে হবে রাজ্যকে

পুজো কমিটিগুলোকে অনুদান কেন? এবার আদালতে হলফনামায় জানাতে হবে রাজ্যকে। সোমবার রাজ্যকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ, পুজো কমিটিগুলিকে কেন দুর্গাপুজোয় ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, একসপ্তাহের মধ্যে হলফনামায় স্পষ্ট করে সেই কারণ জানাতে হবে রাজ্য সরকারকে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরোধিতায় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে রাজ্যের এতগুলি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে কী ভাবে দিচ্ছে সরকার? সোমবার এই জনস্বার্থ মামলারই শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে।

Related Articles