Sambad Samakal

Booster Dose: শোচনীয় পরিসংখ্যান! ১৮ থেকে ৫৯ বয়সীদের মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ১২%

Aug 31, 2022 @ 5:30 pm
Booster Dose: শোচনীয় পরিসংখ্যান! ১৮ থেকে ৫৯ বয়সীদের মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ১২%

করোনা মোকাবিলায় দেশে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে। কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে এল শোচনীয় পরিসংখ্যান। ভারতে ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সিদের মধ্যে মাত্র ১২ শতাংশ এখনও পর্যন্ত কোভিড টিকার বুস্টার ডোজ নিয়েছেন। সরকারি সূত্রে খবর, দেশে এই বয়সিদের মোট সংখ্যা ৭৭ কোটি।

কেন্দ্রীয় সরকারি তথ্য বলছে, সবথেকে বিপজ্জনক স্তরের ষাটোর্ধ্ব ও কোভিড যোদ্ধা ১৬ কোটি ৮০ লক্ষ মানুষের মাত্র ৩৫ শতাংশ বুস্টার টিকা নিয়েছেন। দেশে সামগ্রিক ভাবে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়াতেই কোভিড টিকা সম্পর্কে সকলের এতো অনিহা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles