Sambad Samakal

Nonvisible Painting: অদৃশ্য ছবি দিয়ে সাজানো গোটা মিউজিয়াম!

Sep 9, 2022 @ 6:32 pm
Nonvisible Painting: অদৃশ্য ছবি দিয়ে সাজানো গোটা মিউজিয়াম!

হাতে তৈরি সাদা এক টুকরো কাগজ। বলিরেখার মতো বিভিন্ন দাগ ছড়িয়ে রয়েছে তাতে। তবে কাগজটি যে অব্যবহৃত, তাতে কোনও সন্দেহ নেই। পেন বা পেনসিলের কোনও আঁচড়ের দাগ নেই। তা সত্ত্বেও সোনালি ফ্রেমে মুড়ে প্রদর্শিত হচ্ছে সেই কাগজটিই! শিল্পী এমনভাবে ছবিটি এঁকেছেন, যা বোঝার জন্য চাই বিশেষ দৃষ্টিভঙ্গি।

এই ধরনের শিল্পকর্মের নাম ‘নন-ভিজিবল আর্ট’। শুধুমাত্র ছবিটির পাশে লেখা রয়েছে সামান্য দু’চার কথা। যা পড়ে মনে মনে আপনাকে কল্পনা করে নিতে হবে গোটা শিল্পকর্মটি। হলিউড অভিনেতা জেমস ফ্র্যাঙ্কোর সৌজন্যে গড়ে উঠেছে এই ‘নন-ভিজিবল আর্ট’-এর বিশেষ মিউজিয়ামটি। আর সেখানেই ফি বছর লক্ষাধিক ডলারের ছবি বিক্রি হয়ে থাকে।

Related Articles