Sambad Samakal

Doctor: রাস্তায় দীর্ঘ জ্যাম, অপেক্ষায় রোগীরা, ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক!

Sep 12, 2022 @ 12:47 pm
Doctor: রাস্তায় দীর্ঘ জ্যাম, অপেক্ষায় রোগীরা, ৩ কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক!

সাধারণত গাড়িতে যেতে সময় লাগে মিনিট দশেক। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যাম। সেই সময়ে হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রোগীরা। তাই গাড়ি ড্রাইভারের হাতে ছেড়ে দিয়ে ৩ কিলোমিটার পথ দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক গোবিন্দ নন্দকুমার। শুধুমাত্র রোগীদের অসুবিধার কথা মাথায় রেখেই তাৎক্ষণিক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওই চিকিৎসক।

জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরের বাসিন্দা ডা. গোবিন্দ নন্দকুমার একজন গ্যাস্ট্রোএন্টারোলজির বিশেষজ্ঞ। সারজাপুর এলাকার মণিপাল হাসপাতালে ডিউটিতে যাওয়ার সময়ে তীব্র যানজটের মধ্যে পড়ে যান তিনি। সেই সময়ে অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে অপেক্ষা করছিলেন বেশ কিছু রোগী। অস্ত্রোপচার না হওয়া পর্যন্ত কিছু খাওয়া নিষেধ ছিল ওই রোগীদের। তাই নিজের কর্তব্যের দায়েই ৩ কিলোমিটার পথ মাত্র ১৫ মিনিটেই দৌড়ে অতিক্রম করে ফেলেন তিনি। এই মুহূর্তে নেট মাধ্যমে এই ঘটনায় কার্যত কুর্নিশের বন্যা বয়ে যাচ্ছে।

Related Articles