Sambad Samakal

Durga Puja: ষষ্ঠীর দিন চক্ষুদান করা হয় দেবী দুর্গার, রামলোচন ঘোষের পুজোয় এই অদ্ভুত রীতির কারণ জানেন?

Oct 1, 2022 @ 8:47 pm
Durga Puja: ষষ্ঠীর দিন চক্ষুদান করা হয় দেবী দুর্গার, রামলোচন ঘোষের পুজোয় এই অদ্ভুত রীতির কারণ জানেন?

পাথুরিয়াঘাটা স্ট্রিটের রামলোচন ঘোষ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। তিনিই অষ্টাদশ শতাব্দীর শেষদিকে ৪৬ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। উল্টোরথে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। মঠমৌরি চালার সাবেকি প্রতিমায় সিংহ হয় ঘোটক আকৃতির। চালচিত্রের পটে থাকেন কৃষ্ণ, কালী ও জগদ্ধাত্রী।

প্রতিপদে বোধন হয় দেবী দুর্গার। সেদিন থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ। নবমীতে হয় জোড়া কুমারী পুজো। এখনও নিয়ম মেনে ষষ্ঠীর দিন চক্ষুদান করা হয়, দেবী দুর্গার। শোনা যায়, সস্ত্রীক ওয়ারেন হেস্টিংসও এই বাড়ির দুর্গাপুজো দেখতে এসেছিলেন। এই বাড়িতেই ভূপেন্দ্রনাথ ঘোষ এক সময়ে প্রতিষ্ঠা করেছিলেন ‘অল বেঙ্গল মিউজিক কনফারেন্স’।

Related Articles