Sambad Samakal

Delhi Pollution: বায়ু দূষণের জেরে ‘গ্যাস চেম্বার’ দিল্লি! বন্ধ হচ্ছে স্কুলে পঠনপাঠন

Nov 4, 2022 @ 12:36 pm
Delhi Pollution: বায়ু দূষণের জেরে ‘গ্যাস চেম্বার’ দিল্লি! বন্ধ হচ্ছে স্কুলে পঠনপাঠন

প্রতি বছরের মতে এবছরও শীতকাল আসার আগেই বায়ু দূষণে জেরবার দেশের রাজধানী দিল্লি। দীপাবলির পরেই মাত্রা ছাড়াতে শুরু করে রাজধানীর বায়ু দূষণের মাত্রা। শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, শনিবার থেকে বন্ধ হচ্ছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুলে পঠনপাঠন। এরসঙ্গেই পঞ্চম শ্রেণির ওপরের পড়ুয়াদের সমস্ত ধরনের আউটডোর অ্যাক্টিভিটিও বন্ধ করা হচ্ছে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও জানান, “দূষণ রুখতে সরকার সবধরনের প্রচেষ্টা চালাচ্ছে। এই সমস্যা শুধু দিল্লির নয়, গোটা উত্তর ভারতের সমস্যা।” জানা যাচ্ছে, দিল্লিতে জোড়-বেজোড় সংখ্যার গাড়ি চালানো নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই।

অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বায়ু দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের মুখ্যসচিবদের আগামী ১০ নভেম্বর তলব করা হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অবিলম্বে ফসল পোড়ানো বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

Related Articles