Sambad Samakal

Mamata: বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির ব্যবস্থা! কী জানালেন মুখ্যমন্ত্রী?

Nov 21, 2022 @ 5:39 pm
Mamata: বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির ব্যবস্থা! কী জানালেন মুখ্যমন্ত্রী?

উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমান হাজার হাজার মানুষ। এবার কলকাতাতেও কি দেখা যেতে চলেছে সেই দৃশ্য! সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছাপ্রকাশই করলেন। এদিন নবান্ন থেকে মমতা বলেন, “উত্তরপ্রদেশ সহ বিভিন্ন যায়গায় গঙ্গা আরতি হয়। কেন আমাদের এখানে সেরকম আয়োজন করা যাবেনা! তবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বছর দু’য়েক সময় নেওয়া হোক।”

কোথায় হবে এই গঙ্গা আরতির ব্যবস্থা? এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এমন একটা যায়গার কথা ভাবতে হবে, যেখানে মন্দির রয়েছে, বসার যায়গা রয়েছে। যেখানে গেলে মানুষের মন শান্ত হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। আরতি দেখতে গিয়ে যাতে মানুষ জলে না পরে যায়।” এই কাজের সমস্ত ব্যবস্থাপনার জন্য আপাতত কলকাতা পুরসভার ওপরেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles