Sambad Samakal

Hookah Bar: কলকাতায় হুক্কা বার বন্ধের বিষয়ে কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

Dec 2, 2022 @ 5:18 pm
Hookah Bar: কলকাতায় হুক্কা বার বন্ধের বিষয়ে কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

শহর কলকাতার বন্ধ হতে চলেছে হুক্কা বার। শুক্রবার এমনটাই বললেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন টক টু মেয়র অনুষ্ঠানে শহরের সব হুক্কা বার বন্ধ করে দেওয়ার পক্ষে সওয়াল করলেন ফিরহাদ। মেয়র বলেন, “পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।” তাঁর যুক্তি, “হুক্কায় যে কেমিক্যাল দেওয়া হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই লাইসেন্স ক্যান্সেল করা হবে। তারপর নতুন লাইসেন্স দেওয়া হবে না।”

তবে আপাতত অনুরোধ জানানো হলেও হুক্কা বার বন্ধ করতে দ্রুতই কলকাতা পুরসভার তরফে এবিষয়ে নোটিফিকেশন জারি করা হবে বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “শুরুতে এটা একটা ইলেক্ট্রিক সিগারেটের মতো ছিল। সব রেস্টুরেন্ট এখন করে ফেলেছে। আগে ছোট করে হত। আমি এখন অনুরোধ করছি, ঘেরা জায়গায় হুক্কা বার বন্ধ করুন।” পাশাপাশি এই ধরনের হুক্কা বারগুলির আড়ালে মাদকের ব্যবহারের অভিযোগও সম্প্রতি পেয়েছেন বলে জানান তিনি। মেয়র জানান, শহরে কতগুলি হুক্কা বার রয়েছে, সেই হিসেব রাখা সম্ভব হচ্ছে না। কারণ, এগুলির জন্য আলাদা লাইসেন্স হয় না। ফলে অনেকেই খাবারের নাম করে হুক্কা বার চালিয়ে যাচ্ছেন। শীঘ্রই পুলিশের সাহায্য নিয়ে পুরসভা এবিষয়ে যে কড়া পদক্ষেপ করতে চলেছে, এদিন স্পষ্টতই সেই ইঙ্গিতও দিয়েছেন মেয়র।

Related Articles