Sambad Samakal

SC: “কোনও মানুষ যেন খালি পেটে না থাকে, তা নিশ্চিত করাই আমাদের সংস্কৃতি”, কেন এমন মন্তব্য সুপ্রিমকোর্টের?

Dec 7, 2022 @ 7:59 pm
SC: “কোনও মানুষ যেন খালি পেটে না থাকে, তা নিশ্চিত করাই আমাদের সংস্কৃতি”, কেন এমন মন্তব্য সুপ্রিমকোর্টের?

দেশের আপামর সাধারণ নাগরিকদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সর্বোচ্চ আদালত। বুধবার লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানি হয় সুপ্রিমকোর্টে। সেই মামলার শুনানির সময়েই বিচারপতি এম আর শাহ ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ মন্তব্য করেন, “দেশের কোনও নাগরিক যাতে রাত্রে খালি পেটে শুতে না যায়, তা নিশ্চিত করাই আমাদের সংস্কৃতি। কেন্দ্রীয় সরকারের কর্তব্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মোতাবেক দেশের শেষতম ব্যক্তিটির কাছেও খাদ্যশস্য পৌঁছে দেওয়া।”

সুপ্রিমকোর্টের বিচারপতিরা আরও বলেন, “কেন্দ্র কোনও কাজ করছেনা, এমনটা আমারা বলছিনা। করোনা লকডাউনের সময়ে তারা দেশের মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দিয়েছে। তবে সারাবছরই এই বিষয়টি ক্রমান্বয়ে চলা উচিত।” প্রসঙ্গত, বিশ্ব ক্ষুধা সূচকে ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। প্রতিবেশী অন্যান্য দেশগুলোর থেকেও অনেক পরে স্থান হয়েছে ভারতের। এই পরিস্থিতিতে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে সুপ্রিমকোর্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles