শনিবার সাত সকালে মর্মান্তিক ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। জানা যাচ্ছে, এদিন সকালে বেহালার সরশুনায় স্বামীর সঙ্গে স্কুটারের পেছনে চেপে যাচ্ছিলেন বছর ৪৪-এর মহিলা সিভিক ভলান্টিয়ার সীমা দাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পরে যায় স্কুটিটি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে একটি লরির চাকায় পিষ্ট হয়ে যায় সিভিক ভলান্টিয়ার সীমা দাসের মাথা। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।