খোদ দেশের রাষ্ট্রপতির বাড়িতে গোয়েন্দা তল্লাশি অভিযান! ডোনাল্ড ট্রাম্পের পরে এবার জো বাইডেন। শনিবার এফবিআইয়ের পক্ষ থেকে প্রায় ১৩ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উইলমিংটনের বাসভবনে। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে আধ ডজন গোপনীয় সরকারি নথি। এই ঘটনায় কার্যত তোলপাড় পরে গিয়েছে গোটা দেশে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই মার্কিন বিচারবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার হওয়া গোপন নথিগুলি। যদিও বাইডেনের আইনজীবীর দাবি, বহু পুরনো গোপনীয় নথিগুলি খুঁজে পাওয়ার জন্যই মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন। প্রসঙ্গত, সেনেটর ও ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন উইলমিংটনের বাসভবন থেকেই নিজের কাজকর্ম সারডেন জো বাইডেন। সেই সময়কার মোট ৬টি ‘ক্লাসিফায়েড’ লেখা ফাইল, বাড়ির লাইব্রেরি থেকে উদ্ধার করেছে এফবিআই।