রবিবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। জানুয়ারির শেষেই উষ্ণতা বাড়ায়, উধাও হবে ঠান্ডার আমেজ। যদিও পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডার দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।