Sambad Samakal

Driving License: মাত্র চার ঘণ্টায় গাড়ির লাইসেন্স! কী জানালেন পরিবহণ মন্ত্রী?

Jan 31, 2023 @ 7:06 pm
Driving License: মাত্র চার ঘণ্টায় গাড়ির লাইসেন্স! কী জানালেন পরিবহণ মন্ত্রী?

এবার মাত্র চার ঘণ্টাতেই মিলবে গাড়ি চালানোর লাইসেন্স! মঙ্গলবার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে হাওড়া জেলায় এই পাইলট প্রজেক্টের সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানানো হয়েছে, সম্পূর্ণ অনলাইনে ডিজিটালি লাইসেন্স তৈরি হয়ে যাবে মাত্র চার ঘণ্টার মধ্যে।

এদিন এই পরিষেবার উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, “দালালরাজ কমাতে পরিবহন সংক্রান্ত বেশ কিছু পরিষেবা ইতিমধ্যেই অনলাইনে চালু করা হয়েছে। এবার থেকে পরীক্ষা দেওয়ার পরে চার ঘণ্টার মধ্যে মোবাইলে দু চাকা বা চার চাকার লাইসেন্সের ডিজিটাল কপি চলে আসবে। তা দিয়ে গাড়ি চালানো যাবে। পরে ক্যুরিয়ারের মাধ্যমে স্মার্টকার্ড চলে আসবে। হাওড়া জেলায় এই পাইলট প্রজেক্ট শুরু করা হল। এই পদ্ধতি জনপ্রিয় হলে, অন্যান্য জেলাতেও শুরু করা হবে।”

Related Articles