Sambad Samakal

Japan: ক্রমশ দুরত্ব কমছে দুই দেশের! জাপানের দিকে এগোচ্ছে হাওয়াই

Feb 25, 2023 @ 8:19 am
Japan: ক্রমশ দুরত্ব কমছে দুই দেশের! জাপানের দিকে এগোচ্ছে হাওয়াই

প্রশান্ত মহাসাগরের একপ্রান্তে জাপান ও অন্যপ্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর মাঝেই মাথা উঁচু করে বেঁচে রয়েছে একটি ছোট্ট দ্বীপপুঞ্জ, হাওয়াই। উত্তর আমেরিকা থেকে প্রায় ২ হাজার মাইলের দুরত্ব হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটি রাজ্য হাওয়াই। তবে মজার ব্যাপার হল, ক্রমশই যুক্তরাষ্ট্র থেকে দুরত্ব বাড়াচ্ছে এই দ্বীপপুঞ্জ।

রাজনৈতিক নয়, আক্ষরিক অর্থেই জাপানের সঙ্গে প্রতিবছর দুরত্ব কমছে হাওয়াইয়ের। এর জন্য দায়ি টেকটোনিক প্লেটের চলাচল। ভূতাত্ত্বিকদের মতে, প্রতি বছর জাপানের দিকে ৪ ইঞ্চি করে এগিয়ে যাচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। বর্তমানে জাপান ও হাওয়াইয়ের দুরত্ব দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫০ কিলোমিটার। এই গতিতে এগোতে থাকলে হাওয়াই কি জাপানের মূল ভূখণ্ডের সঙ্গে একেবারে মিশে যাবে! উত্তর দেবে সময়ই।

Related Articles