Sambad Samakal

Panchayet Election: এখনই নয় পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ, কী জানাল হাইকোর্ট?

Mar 1, 2023 @ 6:37 pm
Panchayet Election: এখনই নয় পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ, কী জানাল হাইকোর্ট?

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, আদালতের অনুমতি ছাড়া আপাতত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি বা দিনক্ষণ প্রকাশ করতে পারবেনা রাজ্য নির্বাচন কমিশন।

এদিন এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ৯ মার্চ পর্যন্ত করেছেন প্রধান বিচারপতি। অর্থাৎ ওই সময়সীমা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও ঘোষণা করতে পারবেনা কমিশন।

হাইকোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্তি ছিল, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছিল। কিন্তু ২০১৮ সালে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হওয়া পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস হয়েছে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দিক হাইকোর্ট। এছাড়াও ওবিসি জন গণনা সম্পর্কিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নিয়েও আপত্তি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Related Articles