সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের নেপথ্যে রয়েছে তৃণমূলের সমর্থন? শনিবার বিধানসভায় এসে এমনই চাঞ্চল্যকর দাবি করে গেলেন জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এদিন কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ও নেপাল মাহাতোর সঙ্গে বিধানসভায় এসে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কথা বলেন তাঁর শপথের প্রক্রিয়া নিয়েও। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, “বলা হচ্ছে আমরা নাকি বিজেপির সমর্থন পেয়েছি, বিজেপির থেকে বেশি আমরা তৃণমূলের সমর্থন পেয়েছি। তৃণমূল খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাদের।” বায়রন আরও বলেন, “আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম। বামফ্রন্ট আমাকে সমর্থন করেছিল। তবে তৃণমূল সমর্থন করেছে। জনগণও সমর্থন করেছে।” বায়রনের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। একদিকে তৃণমূলের অন্দরে অস্বস্তি যেমন বেড়েছে, তেমনই অস্বস্তি বেড়েছে কংগ্রেসের অন্দরেও। জয়ের মুহূর্তে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী নিজেই বিজেপির সমর্থনের তত্ত্ব খাঁড়া করেছিলেন। কিন্তু এদিন বায়রনের মন্তব্য কার্যত অধীরের সেই বক্তব্যকে খণ্ডন করে দলের অন্দরে ভবিষ্যত সংঘাতের ইঙ্গিত দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>