Sambad Samakal

Mamata: কথায় কথায় তিন-চার হাজার চাকরি বাতিল! মঞ্চে আবেগপ্রবণ মমতা

Mar 14, 2023 @ 7:04 pm
Mamata: কথায় কথায় তিন-চার হাজার চাকরি বাতিল! মঞ্চে আবেগপ্রবণ মমতা

নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতের নির্দেশে প্রতিনিয়ত বাতিল হচ্ছে বিভিন্ন স্তরের চাকরি। আর সেই চাকরিহারাদের যন্ত্রণার কথা বলতে গিয়ে মঞ্চে আবেগপ্রবণ হয়ে পরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুর আদালতের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রোজ কথায় কথায় ৩-৪ হাজার করে চাকরি বাদ হয়ে যাচ্ছে। নিচুতলায় কেউ অন্যায় করে থাকলে, ব্যবস্থা নিতে হবে। আমাদের গণতান্ত্রিক দল, সবাই তৃণমূলের ক্যাডার নয়, সরকারের ক্যাডারও নয়। নিচে বসে কেউ অন্যায় করে, আমি ন্যায়ের পথেই থাকব। গতকালও দু’জন আত্মঘাতী হয়েছেন। অন্য কেউ ভুল করে থাকলে, তার দায়িত্ব তারা কেন নেবে? কেউ বিয়ে করে সংসার করছে, চাকরি করে বলে বাবা-মাকে দেখতে পারছে। হঠাৎ চাকরি চলে গেলে খাবে কী?”

আবেগপ্রবণ গলায় মমতা আরও বলেন, “আমাকে আপনাদের পছন্দ নাই হতে পারে, আমার দল বা সরকারকে পছন্দ নাও হতে পারে এত মানবিক কাজ করার পরেও। আমায় দু’বেলা গালি দিন। দরকার হলে আমাকে মারুন। আমি কিচ্ছু মনে করব না। কিন্তু দয়া করে রাজ্যটার বদনাম করবেন না। ছাত্র-যৌবনের খাওয়ার অধিকার কেড়ে নেবেন না। আমি মানবিক ভাবে সকলের পাশে ছিলাম, আছিও।”

Related Articles