Sambad Samakal

Mamata Abhishek: রাহুলের পাশেই মমতা-অভিষেক, সাংসদ পদ খারিজের পরে কী বার্তা?

Mar 24, 2023 @ 6:17 pm
Mamata Abhishek: রাহুলের পাশেই মমতা-অভিষেক, সাংসদ পদ খারিজের পরে কী বার্তা?

সুরাতের আদালতের রায়কে হাতিয়ার করে এদিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিয়েছে লোকসভার সচিবালয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাহুলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, “নরেন্দ্র মোদির নতুন ভারতে আমরা আছি। যেখানে শুধু বিরোধী দলের নেতাদের আক্রমণ করা হয়। কেন্দ্রীয় ক্যাবিনেটে দাগি আসামিরা থাকতে পারে, কিন্তু বিরোধীদের ভাষণ দেওয়ার জন্য অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। দেশের সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি ক্রমশ নিম্নমুখী।”

মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, “গণতান্ত্রিক ভারত এখন কেবল সোনার পাথরবাটি।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাহুল গান্ধী ও কংগ্রেসের মোদি বিরোধী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তবে এখন যখন সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণের মুখে, তখন তাঁর পাশে থাকারই বার্তা দিলেন মমতা-অভিষেক।

Related Articles