Sambad Samakal

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা পার্থ! কী ভূমিকা শান্তনুর? বিস্ফোরক তথ্য ইডির

Mar 24, 2023 @ 8:26 pm
Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা পার্থ! কী ভূমিকা শান্তনুর? বিস্ফোরক তথ্য ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হেফাজতে রয়েছেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু ব্যানার্জীও। এই পরিস্থিতিতে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী জানান, “নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে শিক্ষক হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দেখানো পথ অনুসরণ করেই ছাত্রের মতো কাজ করেছেন শান্তনুরা। আমরা ইতিমধ্যেই সোনার খনিতে প্রবেশ করেছি। অয়ন শীলকে গ্রেফতার করার পরে বোঝা যাচ্ছে, শুধু শিক্ষক নয়, বহু নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে।”

এরসঙ্গেই ইডির আইনজীবী আরও জানান, “নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য প্রচুর ভুয়ো কোম্পানি তৈরি করা হয়েছিল। ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছিল। আমরা এই মুহূর্তে বসন্তকালে রয়েছি। রামধনুর কাছাকাছি আমরা পৌঁছনোর চেষ্টা করছি।” এদিন শান্তনু ব্যানার্জীর জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারক ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।

Related Articles