Sambad Samakal

Mamata: ‘শুভনন্দন’, কেন বাংলা শব্দকোষে নতুন সংযোজন মমতার?

Apr 5, 2023 @ 5:43 pm
Mamata: ‘শুভনন্দন’, কেন বাংলা শব্দকোষে নতুন সংযোজন মমতার?

বিভিন্ন সরকারি পরিষেবার নান্দনিক নামকরণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জুরি মেলা ভার। এবার বাংলা শব্দকোষের নতুন শব্দের সংযোজন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন দিঘায় প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ‘শুভনন্দন’ শব্দের উদ্ভাবন করলেন তিনি।

এদিন মমতা বলেন, “শুভেচ্ছা আর অভিনন্দন, আমরা দু’টো শব্দকে আলাদা করে ব্যবহার করি। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। এতে শুভেচ্ছা ও নন্দন দু’টোই আছে। আপনাদের সকলকে আমি শুভ নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও’তো করতে হবে! এটাকে নান্দনিক বলতে পারেন।”

Related Articles