Sambad Samakal

Abhisek: ১৭ বুথে জল সংকট মিটবে সাত দিনে! কী ব্যবস্থা অভিষেকের?

May 10, 2023 @ 6:10 pm
Abhisek: ১৭ বুথে জল সংকট মিটবে সাত দিনে! কী ব্যবস্থা অভিষেকের?

তীব্র গরমে নাজেহাল গোটা বাংলা। দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাঢ়বঙ্গের। এরমধ্যেই জলসংকট তীব্রতর হয়েছে বীরভূমের মহিম্মাদবাজারে। যার জেরে একটি পঞ্চায়েতের ১৭টি বুথের মানুষই চরম সমস্যায়। কথাটা কানে পৌঁছতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার মঞ্চ থেকেই ঘোষণা করলেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই মিটবে জলসংকট। দিলেন স্থায়ী সমাধানের সুলুক সন্ধানও।

জনসংযোগ যাত্রায় মঙ্গলবারই বীরভূম পৌঁছেছেন অভিষেক। বুধবার তিনি মহম্মদ বাজারে জনসভা করেন। সেই সভার মাঝেই অভিষেক জানতে পারেন জলসংকটের কথা। সেখানে তখন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তেই আশিসবাবুকে ডেকে জানতে চান পুরো বিষয়টি। কয়েক সেকেন্ড মঞ্চে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলার পরেই অভিষেক বলেন, “আমি আপাতত সাময়িক ভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে ১৭ টা বুথেই একটি করে টিউবওয়েল বসানো হবে।” এর পরেই তাঁর ঘোষণা, “আমাকে তিনটে মাস সময় দিন। কথা দিচ্ছি, এই সমস্যার স্থায়ী সমাধান করে দেব। আর জলের কোনো সমস্যা থাকবে না।”

Related Articles