নিজেদের আন্দোলনের জোরে কার্যত দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন কুস্তিগিররা। ৫ দিনের মধ্যে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা হলে, নিজেদের সমস্ত আন্তর্জাতিক মেডেল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়ারা।
এই ইস্যুতে বুধবার প্রথম আনুষ্ঠানিক ভাবে বিবৃতি জারি করল কেন্দ্রীয় সরকার। ক্রিড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “এমন কোনও পদক্ষেপ যেন কুস্তিগিররা না করেন, যাতে গোটা ক্রিড়া জগতের ক্ষতি হয়। ইতিমধ্যেই কমিটি তৈরি করে তদন্ত চালানো হচ্ছে। দিল্লি পুলিশ এফআইআর করেছে। আমি আবেদন করব, কুস্তিগিররা যেন তদন্ত কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন।”
ওয়াকিবহাল মহলের মতে, দীর্ঘ প্রায় মাসাধিক সময় ধরে যে আন্দোলন কুস্তিগিররা চালাচ্ছেন, সেই প্রসঙ্গে এই প্রথম কোনও বিবৃতি দিল কেন্দ্র। আন্তর্জাতিক পদক গঙ্গায় ফেলে দেওয়ার মতো সাহসী পদক্ষেপের জেরেই মোদি সরকার কিছুটা নমনীয় হল।