যাদবপুর, কল্যাণী, বর্ধমান সহ রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘাত চরমে উঠেছিল রাজ্যপাল ও রাজ্যের মধ্যে। এবার সেই ঘটনায় আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছেন তা বৈধ। অবিলম্বে রাজ্যপাল নিযুক্ত সমস্ত উপাচার্যদের বেতন সহ সমস্ত ভাতা চালু করারও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, রাজ্যপালের নিয়োজিত উপাচার্যদের বেতন সহ সমস্ত ভাতা বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও এই নিয়োগ অবৈধ অভিযোগ তুলে তা বাতিল করারও দাবি তুলেছিল উচ্চ শিক্ষা দফতর।