আগামী ৮ জুলাই এক দফায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুবিধার জন্য ভোটের দফা বাড়ানোর দাবিতে হাইকোর্টের দারস্থ হয়েছিল বিরোধীরা। বুধবার সেই মামলা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, ভোটের দফা বাড়ানোর বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না।
এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। সেই মামলাতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এক দফাতেই নির্বাচন হবে। তবে একদিনে এতবড় রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাতে কমিশনকে ২০০ শতাংশ সহযোগিতা করতে হবে রাজ্য সরকারকে। প্রধান বিচারপতির এই নির্দেশ কার্যত এক কথাতেই মেনে নেন রাজ্য সরকারের আইনজীবীরা।