Sambad Samakal

Panchayet Election: পঞ্চায়েত ভোটে কীভাবে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী? জানিয়ে দিল হাইকোর্ট

Jun 28, 2023 @ 5:18 pm
Panchayet Election: পঞ্চায়েত ভোটে কীভাবে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী? জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্যের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি চলছে। এরমধ্যেই বুধবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নির্বাচনের আগে যথাযথভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতাও করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এদিন হাইকোর্টে জানানো হয়, বাহিনী মোতায়েনের জন্য যথেষ্ট লজিস্টিকস সাপোর্ট করছে না রাজ্য। এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে কোনও অর্থ দিতে না হলেও, ন্যুনতম বন্দোবস্ত করতেই হবে কমিশনকে। আগামী সোমবার সেই এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Related Articles