Sambad Samakal

Weather: ভোররাত থেকে অঝোরে বৃষ্টি কলকাতায়, চলবে কতক্ষণ? নিম্নমুখী তাপমাত্রা

Jun 28, 2023 @ 9:05 am
Weather: ভোররাত থেকে অঝোরে বৃষ্টি কলকাতায়, চলবে কতক্ষণ? নিম্নমুখী তাপমাত্রা

বুধবার ভোররাত থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। উল্টোরথের সকালে কখনও ঝিরিঝিরি, কখনওবা তুমুল বর্ষণ চলছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সারাদিন ধরেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এক নাগাড়ে বৃষ্টির ফলে নীচু এলাকাগুলোতে জল জমার সমস্যা দেখা দিতে পারে। এক ধাক্কায় স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ফলে সাময়িক স্বস্তি মিলেছে অস্বস্তিকর গরমের অনুভূতি থেকে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।

Related Articles