জলপাইগুড়ি থেকে ফেরার পথে খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টার বিপর্যয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সরাসরি এসএসকেএম হাসপাতালে চলে আসেন তিনি। সেখানে দীর্ঘক্ষণ ধরে হাসপাতালে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয় তাঁর।
এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের লিগামেন্ট ও কোমড়ের লিগামেন্টে চোট লেগেছে। সেই জন্য তাঁকে হাসপাতালে ভর্তি থাকারও পরামর্শ দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী নিজেই হাসপাতালে ভর্তি থাকতে নারাজ। ফলে আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে মমতার।