Sambad Samakal

ZSI: জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবসে শহরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিশেষ কী অনুষ্ঠান থাকছে?

Jun 28, 2023 @ 6:45 pm
ZSI: জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবসে শহরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিশেষ কী অনুষ্ঠান থাকছে?

আগামী ১ জুলাই জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৮ তম প্রতিষ্ঠা দিবস। আর ওই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে শহর কলকাতায় আসছেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। আগামী ১ জুলাই শতাব্দী প্রাচীন এই সংস্থাটির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে সল্টলেকের নিকোপার্ক সংলগ্ন ইস্ট প্যাভিলিয়নে। ওই দিনই ‘অ্যানিম্যাল ট্যাক্সোনোমি সামিট ২০২৩’ শীর্ষক একটি সম্মেলনেরও সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।

এই অনুষ্ঠানে ‘মিশন লাইফ’ (লাইফস্টাইল ফর এনভায়রণমেন্ট) ভাবনাকে সামনে রেখে জুলজিকাল সার্ভের কর্মকান্ডকে উপস্থাপন করা হবে। এছাড়াও পরিবেশ রক্ষার বার্তা দিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। ‘অ্যানিম্যাল ডিসকভারিজ ২০২২’ শীর্ষক একটি পুস্তক ওই দিন প্রকাশিত হবে, যেখানে দেশজুড়ে আবিষ্কৃত ৬০০ নতুন প্রজাতির সন্ধান থাকবে। স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণ করতে, ‘আজাদি কি অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে “৭৫ ওয়েটল্যান্ড ফনা অফ ইন্ডিয়া” ও “৭৫ এন্ডেমিক বার্ডস অফ ইন্ডিয়া” শীর্ষক দু’টি প্রামান্য পুস্তকও প্রকাশিত হবে।

জুলজিকাল সার্ভের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী অশ্বিণী কুমার চৌবে এবং বন দপ্তরের ডিরেক্টর জেনারেল তথা দপ্তরের বিশেষ সচিব চন্দ্র প্রকাশ গোয়েল। ‘অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৩’-এ দেশ বিদেশের চার শতাধিক প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ অংশ নেবেন। উপস্থিত থাকবেন, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রতিনিধিরা। এই সম্মেলনে ১২ জন খ্যাতনামা বিশেষজ্ঞ পশু শ্রেণীকরণ, বায়োজিওগ্রাফি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র সমূহ শতাব্দী প্রাচীন ‘ইন্ডিয়ান জুলজি’ পত্রিকাতেও পরবর্তীতে প্রকাশিত হবে।

ওই দিনই জেডএসআই-এর প্রথম মহিলা নির্দেশক ধৃতী ব্যানার্জীর নেতৃত্বে ভুটান সরকারের সঙ্গে ক’য়েকটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে গবেষণার আদান-প্রদানের লক্ষ্যেই স্বাক্ষরিত হবে চুক্তিটি। অ্যানিম্যাল ট্যাক্সোনোমি সামিট চলবে ৩রা জুলাই পর্যন্ত।

Related Articles