Sambad Samakal

Panchayet Election: গ্রাউন্ড জিরো গভর্নর! ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়ে কী বললেন রাজ্যপাল?

Jun 29, 2023 @ 4:29 pm
Panchayet Election: গ্রাউন্ড জিরো গভর্নর! ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়ে কী বললেন রাজ্যপাল?

পঞ্চায়েত ভোটে যেন সন্ত্রাস না হয়। ফের রাজ্যকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর কড়া বার্তা, “গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে।”

বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপি-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপরেই তিনি বলেন, “খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ।” রাজ্যপাল বলেন, “যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক, হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে।” রাজ্য ও নির্বাচন কমিশনের কাছে তাঁর বার্তা, “প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যা। আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই।”

Related Articles