এবারের পঞ্চায়েত ভোটে ২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার অনেক কম। বৃহস্পতিবার পরিসংখ্যান-সহ আদালতে হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৩ টি বৈধ মনোনয়নের মধ্যে ২৩ হাজার ৬১৯ টি প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসাবে এই মনোনয়ন প্রত্যাহারের হার ছিল ১৭.৬৬ শতাংশ। সেখানে ২০২৩ সালে ২ লক্ষ ২৮ হাজার ১৫৮ টি বৈধ মনোনয়নের মধ্যে মাত্র ২০ হাজার ৬১২ টি প্রত্যাহার করা হয়েছে। শতাংশের হিসাবে এই হার মাত্র ৯.০৩ শতাংশ। অর্থাৎ ২০১৮-র তুলনায় এবার মনোনয়ন প্রত্যাহার করার হার কমেছে প্রায় ৮ শতাংশ।