Sambad Samakal

Panchayet Election: ভোটার স্লিপ বিলি ঘিরে বচসা! কুলতলিতে আক্রান্ত তৃণমূল কর্মী

Jul 6, 2023 @ 11:44 am
Panchayet Election: ভোটার স্লিপ বিলি ঘিরে বচসা! কুলতলিতে আক্রান্ত তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা। ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসার জেরে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী ও তাঁর ছেলে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল কর্মী।

জানা যাচ্ছে, কুলতলির কুন্দখালি এলাকার তৃণমূল কর্মী অময় সর্দার সিপিএম ও বিজেপির ভোটার স্লিপ নিতে অস্বীকার করেন। আর তারপরেই বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতি। ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে।

Related Articles