শীর্ষ আদালতে ফের পিছল ডিএ মামলার শুনানি। শুক্রবার এই মামলার শুনানি থাকলেও তা স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানি কবে, জানায়নি আদালত।
পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি বলেন, এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে তালিকাভুক্ত হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারিদের দাবি অনুযায়ী, ৩ লক্ষের বেশি কর্মচারিকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ৪১ হাজার কোটি টাকার প্রভাব কোষাগারের উপর পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তো ডিএ সংক্রান্ত নিজস্ব নিয়ম আছে। তাই তাঁর মতে, এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।