ভোটের পরেও লাগাতার উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং! শুক্রবার গভীর রাতে তৃণমূলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ওই ব্যক্তির।
স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গাজিপাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন নান্টু গাজি। রাত ৯টা নাগাদ বাড়ি ফেরার সময়ে তাঁকে ঘিরে ধরে আক্রমণ চালায় আততায়ীররা। গভীর রাতে রক্তাক্ত অবস্থায় নান্টু গাজিকে উদ্ধার করেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে দাবি, পুরনো শত্রুতার জেরেই এই খুন হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।