পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও অশান্তি যেন থামছে না কিছুতেই! রবিবার সাতসকালে মালদা জেলার বামনগোলায় এক বিজেপি নেতাকে ‘খুন’-এর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজেপি নেতার নাম পূরণ মুর্মু।
এদিন সকালে নিজের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মৃত বিজেপি নেতার পুত্রবধূ এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন। ভোটে হেরে যাওয়ার পর থেকেই বিজেপি নেতা পূরণ মুর্মুকে হুমকি দেওয়া হচ্ছিল বলে খবর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।