সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে একটি বুথে স্থানীয়রা ভোট বয়কট করলেও গণনার সময়ে দেখা গেল প্রায় ৯৫ শতাংশ ভোটদান হয়েছে ব্যালট বাক্সে! এই ঘটনা দেখে কার্যত তাজ্জব কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে দ্রুত বিষয়টিকে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, ঘটনাটি রাজারহাট হাতিয়ারা-জ্যাংড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। আব্দুল কালাম কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে স্থানীয়দের ভোট দিতে বাধা দেয় কিছু দুষ্কৃতি। এরপরেই ভোট বয়কটের সিদ্ধান্ত নেন স্থানীয়রা।
তবে গণনার দিন দেখা যায় ওই বুথের ব্যালট বাক্সে প্রায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। মামলাকারীদের দাবি, পুরোটাই ছাপ্পা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ছাড়াও স্থানীয় বিডিওর রিপোর্টও তলব করেছেন বিচারপতি সিনহা। ৩ অগাস্টের মধ্যে হলফনামার আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।