পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এমনকী স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও ভাঙড়ে ঢুকতে বাধা দেয় পুলিশ। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। সোমবার সেই মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আজ থেকেই ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রবেশে আর কোনও বাধা নেই। রাজ্যের এই অবস্থান জানার পরেই মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট।