Sambad Samakal

West Bengal Districts: রাজ্যে আরও বাড়ছে জেলার সংখ্যা? মন্ত্রিসভার বৈঠকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Aug 7, 2023 @ 7:37 pm
West Bengal Districts: রাজ্যে আরও বাড়ছে জেলার সংখ্যা? মন্ত্রিসভার বৈঠকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

রাজ্যে আরও বাড়তে চলেছে জেলার সংখ্যা! সোমবার মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নতুন জেলা তৈরির বিষয়ে সুপারিশ করার জন্য একটি বিশেষ কমিটিও তৈরি করে দিয়েছেন তিনি। আগামী সাতদিনের মধ্যে সেই কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।

জানা যাচ্ছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত জেলাগুলি ভাগ করা নিয়ে আলোচনা হয়েছে সেগুলি হল, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কীভাবে জেলা ভাগের সিদ্ধান্ত কার্যকরী হবে, সেই বিষয়টিই খতিয়ে দেখবে বিশেষ কমিটি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটিতে রয়েছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রিড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও রাজ্য সরকারের মুখ্যসচিব, ভূমিসচিব ও স্বরাষ্ট্রসচিব থাকছেন জেলা ভাগ সংক্রান্ত বিশেষ কমিটিতে।

Related Articles