Sambad Samakal

Sourav Ganguly: র‍্যাগিং বন্ধ করতে আইন! স্বপ্নদীপের মৃত্যুর প্রতিক্রিয়ায় কী দাবি সৌরভের?

Aug 18, 2023 @ 7:43 pm
Sourav Ganguly: র‍্যাগিং বন্ধ করতে আইন! স্বপ্নদীপের মৃত্যুর প্রতিক্রিয়ায় কী দাবি সৌরভের?

“র‍্যাগিং বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা দরকার।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় এমনই দাবি জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার একটি অনুষ্ঠানে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন।

এদিন সংবদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।” তাঁর মতে, “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই আমার মূল লক্ষ্য হওয়া উচিত। র‍্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।’’

উল্লেখ্য, ছাত্র মৃত্যুর তদন্তে যাদবপুরের প্রাক্তনী এবং বর্তমান ছাত্র মিলিয়ে এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। শুক্রবার এক জন পড়ুয়াকে হস্টেলে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণও করিয়েছে পুলিশ। ইতিমধ্যে ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related Articles