Sambad Samakal

Delhi: ঘাতক বায়ুদূষণ! দিল্লিবাসীর গড় আয়ু কমছে ১২ বছর?

Aug 29, 2023 @ 9:53 pm
Delhi: ঘাতক বায়ুদূষণ! দিল্লিবাসীর গড় আয়ু কমছে ১২ বছর?

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি! সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। শুধু তাই নয়, ওই গবেষণায় দাবি, ভারতের রাজধানী শহরের এই ভয়ংকর বায়ু দূষণের জেরে দিল্লিবাসীদের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় ১২ বছর।

বর্তমান গবেষণাটি করেছে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, ভয়ংকর দূষণের কারণে দিল্লির দু’কোটি বাসিন্দার আয়ু কমে যাচ্ছে। হু-র গাইডলাইন অনুযায়ী তা গড়ে কমতে পারে প্রায় ১১ বছর ৯ মাস। ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী তা কমে যেতে পারে গড়ে ৮ বছর ৫ মাস। গবেষকরা জানিয়েছেন, এই দূষণের জন্য দায়ী দিল্লির বাসিন্দারাই। যানবাহনের দূষিত ধোয়া থেকে নির্মাণকাজের ফলেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লি শহর

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, ভারতের ১৩০ কোটি মানুষ হু নির্ধারিত বায়ুর গুণমান সূচক ডিঙোনো দূষিত এলাকায় বাস করেন। এছাড়াও দেশের ৬৭.৪ শতাংশ মানুষ যে এলাকায় বাস করেন, সেখানে ভারত সরকারের নির্ধারিত বায়ুর গুণমান সুচকও ছাপিয়ে যায়। গবেষকদের মতে এই পরিস্থিতি বিপজ্জনক।

Related Articles