Sambad Samakal

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিশ ইডির!

Aug 30, 2023 @ 1:09 pm
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিশ ইডির!

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! জানা যাচ্ছে, ২০১৬ সালে ১৬ জন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করেছিল ডায়মন্ড হারবার পুরসভা। ধৃত অয়ন শীলের কোম্পানির মাধ্যমেই সেই নিয়োগ হয়েছিল বলে খবর।

ইডি সূত্রে খবর, ২০১৬ সালের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তাই সমস্ত তথ্য ও নথি পুরসভার কাছ থেকে তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা। ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, দুর্নীতির বিষয়ে তাদের কিছু জানা নেই। তবে ইডি যে সমস্ত তথ্য চেয়েছে, তা দ্রুতই পুরসভার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হবে।

Related Articles