বিশ্ববিদ্যালয়ে গেলেই প্রতিনিয়ত হেনস্তার মুখোমুখি হচ্ছেন! ভয়ে নিজের অফিসেই যেতে পারছেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়! মঙ্গলবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।
প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে ফাঁকা ছিল রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। তারপরে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৫ জুলাই অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করেন।
উপাচার্যের অভিযোগের তীর তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের দিকে। বিশ্ববিদ্যালয়ে গেলেই তাঁকে ঘেরাও, বিক্ষোভ, অশ্রাব্য গালিগালাজের মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেছেন শুভ্রকমল মুখোপাধ্যায়। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। রাজ্যপালকে দ্রুতই এই বিষয়ে অভিযোগ জানাতে চলেছেন তিনি।