নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। দিন কয়েক আগেই লিপস অ্যান্ত বাউন্ডস সংস্থার দফতরে তল্লাশি চালিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এবার এই বিষয়ে ইডির কাছো রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
অভিষেকের বিরুদ্ধে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে? আদৌ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ই রিপোর্ট আকারে ইডির জমা দিতে বলা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির বর্তমান সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি।