বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠক। কিন্তু ওইদিনই কলকাতায় ইডি তলব করেছে তাঁকে। ফলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বৈঠকে যোগ দেবেন, নাকি মুখোমুখি হবেন ইডির জেরার, মঙ্গলবার তা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংবদিক সম্মেলন করে দুই মন্ত্রী শশী পাঁজা ও পার্থ ভৌমিক অভিষেকের অবস্থান স্পষ্ট করলেন। মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “উনি (অভিষেক) তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ সেটা আগামিকাল আপনারা দেখে নেবেন।” তাঁর কথায়, “আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি।’’
মন্ত্রী শশী পাঁজার দাবি, এই তলবের পিছনে ধূপগুড়ি উপনির্বাচনের ফলও একটা কারণ। তিনি বলেন, “ধূপগুড়ির হার সহ্য করতে না পেরেই তড়িঘড়ি অভিষেককে আরও এক বার ডাকা হয়েছে। অভিষেক এক দিন প্রচারে গিয়েছিলেন। ওই আসন বিজেপি ধরে রাখতে না পারার জন্যই এই তলব। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নষ্ট করে দিতে অতীতের মতো বুধবারেও অভিষেককে ডাকা হয়েছে।”