দুই মন্ত্রীর প্রকাশ্য বিরোধ যখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে, তখন আচমকাই রাজ্যের নয়া পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে সংঘাতে ইতি টানলেন তথ্য প্রযুক্তি ও অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজের ফেসবুক পোস্টে বুঝিয়ে দিলেন, অনেক হল, আর সংঘাত নয়, উন্নয়নের স্বার্থে হাতে হাত রেখে কাজ করতে হবে সকলকেই।
বুধবার নিজের ফেসবুকে মন্ত্রী বাবুল লিখেছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এবং ইন্দ্রনীলদা দু’জনেই নিজেদের নতুন দফতরের দায়িত্বে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। পাবলিক লাইফে থাকলে বিতর্কের চাপ থাকবেই। আমাদের মধ্যে যে কথা হয়েছিল, তা পিছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। তথ্য ও প্রযুক্তি এবং নতুন অচিরাচরিত শক্তি – আমার এই দুটি দফতর নিয়ে আমি খুশি। নতুন দায়িত্ব পাওয়া দফতরের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সামলানো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সিলেবাসের অনেক মিল রয়েছে। আমাদের রাজ্যের নয়া পর্যটনমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।”