বুধবার ঘোষণা হয়ে গেল ২০২৩ সালের টেট পরীক্ষার দিনক্ষণ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ডিসেম্বর মাসের ১০ তারিখ হবে টেট পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট পরীক্ষা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই গৌতম পাল জানিয়েছিলেন, প্রতিবছর নিয়ম করে টেট পরীক্ষা নেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের টেট পরীক্ষা হবে ডিসেম্বরে। এদিন সন্ধ্যের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ২০২৩ সালের টেট পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলআপ করতে পারবেন চাকরিপ্রার্থীরা।