
কফি হাউসের আড্ডা আপাতত আর নয় যাদবপুরে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান কফি হাউসের যাদবপুর শাখা। শুক্রবার নোটিস দিয়ে এমনটাই জানানো হয়েছে এই সিদ্ধান্ত। এদিন সন্ধ্যায় গ্রাহকদের সঙ্গে বচসা চরম আকার নেওয়ার পরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন কফি হাউস কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান কফি হাউসের যাদবপুর শাখার কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিদিনই গ্রাহকদের একটা বড় অংশ এক-দু’কাপ কফি নিয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন। অনেক সময়ই ৫-৬ ঘণ্টা ধরে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করেন তাঁরা। ব্যাংকিং সেক্টরের কাজও করেন কেউ কেউ। বারবার মৌখিক ভাবে বলে কাজ না হওয়ায় মাস খানেক আগে এবিষয়ে একটি লিখিত নোটিসও ইস্যু করেন কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও গ্রাহকদের হুঁশ ফেরেনি বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় এই নিয়েই এক মহিলা গ্রাহকের সঙ্গে কফি হাউস কর্তৃপক্ষের বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে আচমকাই ওই মহিলা গ্রাহক সেই নোটিসটি ছিঁড়ে ফেলেন। তাতেই অশান্তি আরও বাড়ে। খবর পেয়ে কলেজ স্ট্রিট কফি হাউস কর্তৃপক্ষ যাদবপুর শাখায় পৌঁছলে তাঁরাও বচসায় জড়িয়ে পড়েন। ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। দু’পক্ষই থানায় অভিযোগ জানায়। আর তারপরেই নোটিস দিয়ে আপাতত কফি হাউসে তলা ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ।