দিনের সূচনাটাই সমাপ্তির উত্তর নিশ্চিত করে দিয়েছিল। তবুও ২০২৩ সালের এশিয়া সেরা কে হবে, তা নিয়ে যাবতীয় জল্পনার মাঝেই হেলায় লঙ্কা বধ করল টিম ইন্ডিয়া। দশ উইকেটে সামান্য ৫১ রানের টার্গেট পূরণ করে অষ্টমবারের জন্য এশিয়া সেরার খেতাব নিজেদের মাথায় তুলে নিল ভারত।
কোনও খাটাখাটনি ছাড়াই মাত্র ৬.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের ওপেনার জুটি। শুভমন গিল ২৭ রানে ও ঈশান কিষণ ২৩ রানে অপরাজিত থাকেন। তবে এদিন ম্যাচের সমস্ত স্পটলাইট একাই নিজের দিকে কেড়ে নিয়েছেন মহম্মদ সিরাজ। মাত্র ১৬ রানে ৬টি উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নয়া নজির সৃষ্টি করলেন এই ভারতীয় বোলার।