চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদি বিরোধী ২৬টি দল মিলে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। তবে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে তাদের কোনও প্রতিনিধি থাকবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের পলিটব্যুরো। আর দেশের বৃহত্তম বাম দলের এই সিদ্ধান্তকেই সোমবার খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “বিজেপি বিরোধী লড়াইয়ে সমস্ত সম মনোভাবাপন্ন দলকেই ইন্ডিয়া জোটে সক্রিয় ভাবে অংশ নিতে আহ্বান জানানো হয়েছিল। সিপিএম বা অন্য রাজনৈতিক দলগুলো এই আহ্বানে কতটা সাড়া দেবে, সেটা তাদের ব্যাপার। এই বিষয়ে সিপিএমের অবস্থান কী, তা সিপিএমই স্পষ্ট করে বলতে পারবে।”